Saraswati Puja 2025
শেষ আপডেট: 3rd February 2025 20:59
দ্য ওয়াল ব্যুরো: একটা বড় রকমের ভাষাবিপ্লব ঘটে গেল পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন স্কুলে। সংস্কৃত মন্ত্রের পরিবর্তে এখানে সরস্বতীর আরাধনা হল সম্পূর্ণ বাংলায় লেখা মন্ত্রে। এই ঘটনা চাক্ষুষ করতে ছুটে এসেছিলেন ভাষাবিদ পরিত্র সরকার। কবিতার ছন্দে এই মন্ত্রের অনুবাদ করেছেন কবি মারুত কাশ্যপ। পবিত্রবাবুর কথায় শহর থেকে দূরে বাংলায় মন্ত্রোচারণ করে সরস্বতী পুজো একটা অভিনব ঘটনা তাতে কোনও সন্দেহ নেই। প্রথমবার বাংলায় অঞ্জলি দিয়ে ছাত্রী প্রেমজ্যোতি ঘোষ জানায়, এর আগে মানে না বুঝেই অঞ্জলি দিয়েছে। এই প্রথম মানে বুঝে অঞ্জলি দিল।