শেষ আপডেট: 23 May 2025 20:44
সদানন্দের খুঁজে জগতের মতো রূপম ইসলামেরও একটা নিজের জগৎ ছিল। যেখানে তার বন্ধুবৃত্তে জায়গা করে নিয়েছিল পিঁপড়েরা।
দ্য ওয়াল ব্যুরো: সদানন্দের খুঁজে জগতের মতো রূপম ইসলামেরও একটা নিজের জগৎ ছিল। যেখানে তার বন্ধুবৃত্তে জায়গা করে নিয়েছিল পিঁপড়েরা। ছোট্ট রূপম তাদের জন্যেই লিখে ফেলেছিল গদ্য, পদ্য, এমনকি গোটা একখানা প্রবন্ধ। শুরুটা তখন থেকেই। এরপর সত্যজিৎ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হয়ে বিশ্বসাহিত্যের কাফকা— কোনও কিছুই পড়তে বাদ রাখেননি রকস্টার। স্মৃতিপাঠ্যের থলি থেকে আর কী কী বেরিয়ে এলো, সেই হদিসই রইল আজকের এপিসোডে। দেখুন, শুনুন, শোনান।