শেষ আপডেট: 21 June 2025 04:37
২১ জুন ওয়ার্ল্ড মিউজিক ডে। তার আগের দিন, শুক্রবারের সন্ধ্যায় নতুন পডকাস্টে সেই নিয়েই আলোচনায় রকস্টার রূপম ইসলাম।
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুন ওয়ার্ল্ড মিউজিক ডে। তার আগের দিন, শুক্রবারের সন্ধ্যায় নতুন পডকাস্টে সেই নিয়েই আলোচনায় রকস্টার রূপম ইসলাম। সঙ্গীত প্রেমীদের কাছে এই দিনের গুরুত্ব, তার ধারণা, ব্যাপ্তি, সবটা নিয়েই খোলা আড্ডায় রূপম। পশ্চিমী সঙ্গীত থেকে শুরু করে ধ্রুপদী, যে ভাবে সঙ্গীতের সমস্ত দর্শন, ঢং সঙ্গীতশিল্পীর গানে পরিবেশিত হয়ে এসেছে তার এক অনবদ্য ব্যাখ্যা সাজানো হয়েছে আজকের এই এপিসোডে। রয়েছে গান তৈরির গল্পও। শুনুন, দেখুন, উপভোগ করুন।