RG Kar
শেষ আপডেট: 2nd October 2024 20:48
দ্য ওয়াল ব্যুরো: জাস্টিস ফর আরজি কর! ৯ অগস্টের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ৫৫ দিন পরেও পথে মানুষ। মহালয়ার ভোর থেকে তর্পণের পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসানো হয়েছে প্রতিবাদের প্রদীপ। এবার বিনা পারিশ্রমিকে ফাইবার গ্লাসের প্রতীকী মূর্তিটি গড়লেন শিল্পী অসিত সাঁই। সেই মুর্তির সামনে দাঁড়িয়ে নতুন করে লড়াইয়ের শপথ নিলেন জুনিয়র ডাক্তাররা। বার্তা দেওয়া হল, আমরা যেন এই নারকীয় ঘটনার কথা ভুলে না যাই।