শেষ আপডেট: 15 May 2025 20:10
জলের পদ্ম স্থলে ফুটিয়ে চমকে দিলেন রেজিগরের যুবক নিজামুদ্দিন শেখ। তাঁর পদ্ম বাগানে রীতিমতো চোখ টানছে সাদা রঙের পদ্মফুল।
দ্য ওয়াল ব্যুরো: জলের পদ্ম স্থলে ফুটিয়ে চমকে দিলেন রেজিগরের যুবক নিজামুদ্দিন শেখ। তাঁর পদ্ম বাগানে রীতিমতো চোখ টানছে সাদা রঙের পদ্মফুল। তীব্র দাবদাহে গাছ বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। তবুও হাল ছাড়তে রাজি নন রেজিনগরের ওই যুবক।