শেষ আপডেট: 16 May 2025 19:57
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার স্বপ্ন সফল হলেও, ফেরার পথে চরম ট্র্যাজেডি প্রাণ কাড়ল বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের। মাউন্ট এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের যুবক সুব্রতর।
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার স্বপ্ন সফল হলেও, ফেরার পথে চরম ট্র্যাজেডি প্রাণ কাড়ল বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের। মাউন্ট এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের যুবক সুব্রতর। পেশায় শিক্ষক ছিলেন সুব্রত। পড়াতেন বাগদার কাপাসাটি মিলনবিথী হাইস্কুলে। রানাঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রতর মৃত্যুর খবর এখনও অবিশ্বাস্য ঠেকছে তাঁর আত্মীয়দের কাছে।