Rachana Banerjee
রচনা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 25th September 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: ভাঙনে বিধ্বস্ত বলাগড়। বুধবার সেখানেই গেলে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুনের মানুষের দুঃখের কথা। উদ্বিগ্ন রচনা বলেন, "বলাগড় ভাঙনরোধ বিশাল বড় প্রজেক্ট। তারজন্য কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে। বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা যায় না। পাকাপোক্ত ব্যবস্থা করতে হবে।"