R G KAR Student Death
শেষ আপডেট: 15th August 2024 12:23
দ্য ওয়াল ব্যুরো: আক্ষেপের সুরে মাস্টারমশাই বলছিলেন, "কামরুলের ঘটনার সময় প্রশাসনের শীর্ষকর্তারা আমাদের মাওবাদী তকমা সেঁটে দিয়েছিল। পরে প্রমাণিত হয় যে প্রশাসনের নানা ওই অভিযোগ ঠিক ছিল না। আরজিকরেও দেখুন, মেয়েটিকে নৃশংসভাবে খুন করা হল, অথচ পুলিশ তাঁর বাড়িতে ফোন করে বলল, মেয়েটি সুইসাইড করেছে! প্রশাসনের কর্তারা এরকম কথা বললে বিচার পাওয়া সত্যি খুব কঠিন হয়ে দাঁড়ায়!"