Sandip Ghosh
শেষ আপডেট: 6th September 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত এলাকায় রয়েছে চোখ জুড়ানো সবুজে ঘেরা 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। সন্দীপকে সিবিআই গ্রেফাতারের পরে এখন বাড়ির কেয়ারটেকার এই জাকির লস্করের কাছেই রয়েছে বাড়ির চাবি। জাকিরের জানালেন, ছুটির দিনে সন্দীপ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এখানে আসতেন। আবার বিকালে বেরিয়ে যেতেন। পরিবারে সঙ্গে আসতেন বাবা, মা, শ্বশুর, শাশুড়ি। পরিবার ছাড়া অন্য আর কাউকে নিয়ে আসতে দেখেননি।