শেষ আপডেট: 16 June 2025 14:56
‘কিউট হিরো’ ইমেজ ভেঙে এবার রীতিমতো গুরুগম্ভীর রবীন্দ্রনাথের চেহারায় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘দ্য ওয়াল’-এর মুখোমুখি প্রিয়াংশু চট্টোপাধ্যায়
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এক ঐতিহাসিক চরিত্রের ভূমিকায় অভিনয় করা কোনও সাধারণ দায়িত্ব নয়—আর সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন মুম্বইয়ের ভার্সোভা নিবাসী অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ‘কিউট হিরো’ ইমেজ ভেঙে এবার রীতিমতো গুরুগম্ভীর রবীন্দ্রনাথের চেহারায় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ‘দ্য ওয়াল’-এর মুখোমুখি প্রিয়াংশু চট্টোপাধ্যায়