Pickles Maker
আচার বিক্রেতা শান্তা বর্মন
শেষ আপডেট: 10th March 2025 20:41
দ্য ওয়াল ব্য়ুরো: বাহারি আচার বানিয়েই (Pickles Maker) স্বনির্ভর হয়েছেন শিলিগুড়ির শান্তা (Santa)। শিলিগুড়ির ছোট্ট একটি গ্রাম বেঙ্গাই বস্তি। সেখানকারই বাসিন্দা বছর ৩৮সের শান্তা বর্মন। নানান কারণে ভিটেমাটি হারিয়ে এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন স্বামীর সঙ্গে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের বাড়ি তৈরি করবেন। তবে সাংসারিক পরিস্থিতিতে তা কখনই সম্ভব নয় বলে মেনে নিয়েছিলেন শান্তা। পরে জানতে পারেন স্বনির্ভর গোষ্ঠীর কথা। ঘরে ঘরে ঘুরে অনেক কষ্টে মহিলাদের রাজি করিয়ে আচার আর পাঁপড় তৈরির ট্রেনিং নেন। শুরু হয় পথচলা।