Padmashree Nagendranath Roy
নগেন্দ্রনাথ রায়
শেষ আপডেট: 28th January 2025 20:03
দ্য ওয়াল ব্যুরো: বয়স সত্তর পেড়িয়েছে। নুইয়ে পড়া চেহারা নিয়ে রাজবংশী ভাষা সংস্কৃতি রক্ষায় তিনি এখনও অবিচল। রাজবংশী ভাষায় পুরান, রামায়ণ এমনকী গীতাও অনুবাদ করেছেন। তাঁর নগেন্দ্রনাথ রায়। সাহিত্য় ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য তিনি এবার পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন।