Gangasagar 2025
এনডিআরএফ-এর ডগ স্কোয়াড
শেষ আপডেট: 13th January 2025 20:45
দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তা ও নজরদারির জন্য সাগর তটে কোমর বেঁধেছে বস্কো আর ম্যাক্সি। গঙ্গাসাগরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে এখন এই দু'জনের নামই ঘুরে বেড়াচ্ছে। দু'জনেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই প্রশিক্ষিত স্নিফার ডগ।