রমা পাল-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 23rd January 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের ইউনিফর্মই লিখেছে রমা পালের জীবনের রূপকথা। রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলো বাগানের বাসিন্দা রমা। নদিয়া জেলা তো বটেই পাশাপাশি অন্যান্য জেলা মিলিয়ে একশোরও বেশি থানার পুলিশের ইউনিফর্ম তৈরি করেন তিনি। তাই থানায় থানায় কদর তাঁর। শুরুটা কিন্তু এমন ছিল না। ১৪ বছর বয়সে গোপালনগরের মাঝের গ্রাম বিয়ে হয়েছিল রমার। ১০ বছর সংসার করার পর দুই ছেলেকে রেখে মারা যান স্বামী গুরুদাস পাল। সংসার এর হাল ধরতে বাড়ি বাড়ি বাসন মাজতেন। কিন্তু সমাজের চাপে সেখানেও যে শান্তি ছিল না। কী করবেন, কোথায় যাবেন, দিশাহারা অবস্থা। জীবনের একেবারে শেষবিন্দু থেকে শুরু হয়েছিল রমার ঘুরে দাঁড়ানোর লড়াই। ভাগ্যিস রানাঘাট স্টেশন দিয়ে চলে গিয়েছিল শেষ ট্রেনটা!