শেষ আপডেট: 14 May 2025 20:30
বুদ্ধ পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের পুষ্প রথযাত্রা ঘিরে মাতোয়ারা হলেন শান্তিপুরের ফুলিয়ার মানুষ। অবিভক্ত ভারতে এই পুষ্প রথ উৎসব পালন করতেন বাংলাদেশের মানুষ।
দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধ পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের পুষ্প রথযাত্রা ঘিরে মাতোয়ারা হলেন শান্তিপুরের ফুলিয়ার মানুষ। অবিভক্ত ভারতে এই পুষ্প রথ উৎসব পালন করতেন বাংলাদেশের মানুষ। দেশভাগের পর এ পারে চলে আসা মানুষজন ২২ বছর আগে এই পুষ্প রথ উৎসব শুরু করেন ফুলিয়ায়। সেই থেকে চলে আসছে উৎসব।