Athletics
শেষ আপডেট: 21st March 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: বাবার স্মৃতি তেমন মনে নেই। তবু তাঁর শেষ ইচ্ছাপুরণ করতে বদ্ধপরিবার ১০ বছরের মেয়ে দীপ্তশ্রী। এবার রাজ্য অ্যাথলেটিক মিটের দুটি বিভাগেই দৌড়ে প্রথম হয়েছে সে। দীপ্তশ্রীর এই সাফল্যে গর্বিত তাঁর গ্রাম। স্কুল থেকে সংবর্ধনা দেওয়া হল তাকে।