Nadia Bori Gram
শেষ আপডেট: 12th December 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: শীত কাল। এই সময়ে গরম ভাতের সঙ্গে আলু, সিম, মুলো, পালংয়ের পাঁচ মিশেলি তরকারি হলে কেমন হয় বলুন তো? আর তাতে যদি থাকে বিউলির ডালের বড়ি! তাহলে তো বলতে হয় লাজবাব। কিন্তু জানেন কী এই বড়ি তৈরি করেই আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠেছে গোটা গ্রাম।