Madhyamik Exam 2025
বন্ধুদের কোলে চড়ে মাধ্য়মিক-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 10th February 2025 20:06
দ্য ওয়াল ব্য়ুরো: হাঁটতে পারে না আমিনুল। তাতে কী! অদম্য মনের জোর নিয়ে বন্ধুদের কোলে চড়ে সোমবার মাধ্য়মিক পরীক্ষা দিতে স্কুলে এল সে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় বাড়ি আমিনুল শেখের। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিচ্ছে সে। তার সিট পড়েছে হরিহরপাড়া থানার বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ে। অন্যদিন বাড়ির কাছেই স্কুলে যায় মায়ের কোলে করে। অন্য স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে এল বন্ধুদের কোলে করে।