শেষ আপডেট: 5 July 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো: মীরজাফরের বংশধর হলেও বরাবরই নবাব সিরাজউদৌল্লার প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা। ভাগীরথী নদীর তীরে খোসবাগে বাংলার শেষ নবাবের কবর বরাবরই টানে তাঁকে। এই প্রথম মৃত্যুদিনে খোসবাগে গিয়ে সিরাজকে শ্রদ্ধা জানানো হল না রেজা আলি মির্জার। মহরমের সপ্তাহ চলছে যে!