Latest News

Motivational Video: সামনেই কম্পিটিশন! সকাল-বিকেল মাঠে ছুটছেন সত্তরের ‘তরুণ’

আলিপুরদুয়ারের রেলওয়ে ইন্সটিটিউটের মাঠ। সেখানেই ভোরবেলা ৬টা নাগাদ গেলেই দেখা যাবে, সত্তরোর্ধ্ব এক বয়স্ক ব্যক্তি মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে চলেছেন। তিনি আশিস অধিকারী। আগামী ২১ এপ্রিল ন্যাশনাল মাস্টার্স আ্যাথলেটিক প্রতিযোগিতা৷ সেইজন্যই তাঁর প্রস্তুতি তুঙ্গে (Motivational Video)৷

রোজ সকালে ও বিকেলে নিয়মিত প্র্যাকটিস করেন আশিসবাবু। একইসঙ্গে বাচ্চাদেরও প্র্যাকটিস করান৷ তিনি জানান, ছোটবেলা থেকেই খেলাধুলো করেন। এই খেলা থেকে রেলে চাকরিও পেয়েছেন।

আশিসবাবু জানান, এখনও তিনি দৌড়-ব্যায়াম করেন। পাশাপাশি নদীতে নেমে জলের মধ্যেও দৌড়ান৷ বর্তমানে চল্লিশ না পেরোতেই যেখানে নানারকমের রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সবাই, সেখানে আশিসবাবু সত্তর পেরিয়েও এর ব্যাতিক্রম।

নৌকা থেকে বিরাট লাফ! সুন্দরবনের বাঘের ভিডিও মনে পড়াচ্ছে ‘লাইফ অফ পাই’

You might also like