শেষ আপডেট: 20 May 2025 20:50
ছাদ বাগানতো অনেকেরই থাকে, তাই বলে সেই বাগানে মিয়াজাকি আম! জাপানে এই লালচে-বেগুনি রঙের আমের দাম লাখ টাকা ছাড়ায়।
দ্য ওয়াল ব্য়ুরো: ছাদ বাগানতো অনেকেরই থাকে, তাই বলে সেই বাগানে মিয়াজাকি আম! জাপানে এই লালচে-বেগুনি রঙের আমের দাম লাখ টাকা ছাড়ায়। সেই দুষ্প্রাপ্য সুস্বাদু আম এখন ফলছে কোচবিহারের অঞ্জনবাবুর ছাদবাগানে।