শেষ আপডেট: 3 July 2025 10:33
দ্য় ওয়াল ব্য়ুরো: ধান, গম, সর্ষে বা আলু এইসব পরিচিত চাষের বাইরে বেরিয়ে এবার নতুন দিশা দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের কৃষকরা। শাকসবজি নয়, এবার তাঁদের মূল ভরসা গাঁদা ফুল। শুধু শীতকাল নয়, সারাবছরই গাঁদা ফুল চাষ করে লাভ করছেন জেলার একাধিক গ্রামের কৃষক। তাঁরা জানাচ্ছেন, অন্যান্য রবি ফসলের তুলনায় গাঁদা ফুল চাষে খরচ তুলনামূলকভাবে কম হলেও লাভের অঙ্ক অনেক বেশি। বিয়েবাড়ি, পুজো পার্বণ কিংবা ঘর সাজানোর কাজে গাঁদা ফুলের চাহিদা সারাবছরই থাকে। সেই কারণে অনেক কৃষক ধান কিংবা সবজি চাষ ছেড়ে ফুল চাষের দিকে ঝুঁকছেন।