Medinipur Netaji Salon
গোবিন্দ মান্নার সেলুন
শেষ আপডেট: 24th January 2025 20:54
দ্য ওয়াল ব্যুরো: ইনি গোবিন্দ মান্না। পেশায় ক্ষৌরকার। এভাবেই প্রতিদিন তাঁর দোকানে আসা খদ্দেরদের দাড়ি-চুল কেটে দেন। কোটাঘাটের সিদ্ধা গ্রামে রয়েছে তাঁর এই দোকান। এখন হয়ত ভাবছেন, এমন কাজ তো অনেকেই করেন। হঠাৎ গোবিন্দ মান্নাকে তুলে ধরছি কেন? কী এমন বিশেষত্ব রয়েছে গোবিন্দর সেলুনে। এই সেলুনের নেতাজি সেলুন। নেতাজির জন্মদিনে সব খদ্দেরদের তিনি ফ্রিতে দাড়ি চুল কেটে দিয়েছেন।