Manoj Mitra
মনোজ মিত্র
শেষ আপডেট: 12th November 2024 20:48
দ্য ওয়াল ব্য়ুরো: 'দ্য ওয়ালে' গল্প পাঠ করেছিলেন মনোজ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘কনে দেখা’ গল্পটি তাঁর কণ্ঠে ও উপস্থাপনায় আলাদা মাত্রা পেয়েছিল। তাঁর ‘সাজানো বাগান’ থেকে আহরণ করা এ অনন্য পারফরম্যান্স আমাদের সম্পদ। আজ মনোজ মিত্র চলে গেলেন না ফেরার দেশে। তাঁর সে গল্পপাঠ ফিরে দেখল দ্য ওয়াল।