Locket Chatterjee
গণতন্ত্র একেই বলে: লকেট
শেষ আপডেট: 27th August 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো: গণতন্ত্র একেই বলে, এভাবেই যেন ছাত্র সমাজ সত্যের দিকে এগিয়ে যায়, এই ভাবে নবান্ন অভিযানকে ব্যাখ্যা করলে লকেট চট্টোপাদ্যায়। তিনি জানান, রাজনৈতিক অরাজনৈতিক এই আন্দোলনে সামিল হয়েছিলেন। ছাত্র সমাজের ডাকে তাঁরা একত্রিত হয়েছিলেন। আগামীকাল বুধবার ১২ ঘণ্টার বন্ধ রয়েছে বিজেপির। এই ভাবে সত্যের দিকে এগিয়ে যেতে হবে। যত দিন না বিচার হবে এভাবেই আন্দোলন চলবে।