Latest News

Labhpur Goddess: জাগ্রত দেবী ফুল্লরা, সতী মায়ের ঠোঁট পড়েছিল এখানে! দেখুন ভিডিও

পুরাণে বর্ণিত একান্ন সতীপীঠের কথা কমবেশি সবাই জানে। বলা হয়, এই একান্নটি জায়গায় সতীর দেহখণ্ড ছিন্নভিন্ন হয়ে পড়েছিল। তারমধ্যে পশ্চিমবঙ্গের লালমাটির জেলা বীরভূমেই রয়েছে পাঁচ-পাঁচটি সতীপীঠ। সেগুলি হলো, নলহাটি, বোলপুরের কঙ্কালীতলা, লাভপুরের ফুল্লরাতলা, বক্রেশ্বরে এবং সাঁইথিয়া। এই জায়গাগুলিতে পূজিত হন নলাটেশ্বরী, কঙ্কালীমাতা, ফুল্লরাদেবী, মহিষমর্দিনী ও নন্দিকেশ্বরী।

বোলপুরের অদূরে কোপাই নদের তীরের কঙ্কালীতলায় পর্যটকদের আনাগোনা বছরভর লেগেই থাকে। বোলপুর বা প্রান্তিক থেকে কাছাকাছি হওয়ায় সেখানে যাওয়ার সুবিধাও রয়েছে। কিন্তু এই কঙ্কালীতলা থেকেই মেরেকেটে আধঘণ্টা উত্তরে এগিয়ে গেলে রয়েছে আরও একটি সতীপীঠ, ফুল্লরাতলা। জনপ্রিয়তায় কঙ্কালীতলার সমান না হলেও, এখানকার দেবী ফুল্লরা বড়ই জাগ্রত বলে কথিত রয়েছে এলাকাবাসীদের মধ্যে। মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা নাকি ফেরান না ভক্তদের।

You might also like