শেষ আপডেট: 2 May 2023 11:44
কলকাতায় থাকেন অথচ বইপাড়া চেনেন না সেটা কি হতে পারে? শুধু বইপ্রেমী কেন মধ্য কলকাতার একটা আলাদা স্বাদ, গন্ধও তো আছে। সেই অনুভূতি নিতেও অনেকে এখনও মাঝেমধ্যে কলেজস্ট্রিটের বইপাড়ায় ঘুরে আসেন। কলেজস্ট্রিটের বইপাড়া সারা সপ্তাহ খোলা থাকলেও রবিবার দিন কিন্তু পুরো ফাঁকা, সবই প্রায় বন্ধ। এরকমই এক রবিবারের দুপুরে দ্য ওয়াল পৌঁছে গেল কলেজস্ট্রিটের বিখ্যাত মহাবোধি সোসাইটি আর প্যারামাউন্ট সরবতের দোকানের ঠিক মাঝামাঝি অভিযান বুক ক্যাফেতে (Avijan book café)। কলকাতা শহরের এটি প্রথম থিম ভিত্তিক বুক ক্যাফে (Kolkata's first theme based book café) যেটা বছরের পাঁচ-ছ দিন বাদে বাকি সমস্তদিনই খোলা, এমনকী খোলা রবিবারও।
ক্যাফের কর্ণধার মারুফ হোসেন জানান, বাংলাদেশের বেশ কিছু থিম ভিত্তিক বুক ক্যাফে দেখে তাঁর মনে হয় কলকাতাতে এমন একটা কিছু তৈরির চেষ্টা করলে মন্দ হয় না। তিনি জানান, প্রথমে থিম হিসেবে কলকাতা শহর ও তাঁর আশেপাশের কথা ভাবলেও পরে বেশ কিছু লেখক বন্ধুর সঙ্গে আলোচনার পর তিনি ঠিক করেন ক্যাফের থিম রাখবেন ২৪৪ বছরের বাংলার মুদ্রণ ব্যবস্থা। ক্যাফেতে ঢুকলেই দেখা মিলবে পুরনো দিনের ছাপার মেশিন যেটি একটি ছাপাখানা থেকে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।
ক্যাফেতে রয়েছে বিভিন্ন বইয়ের সম্ভার, মাঝে মাঝে অফারে ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা দামের বইও পাওয়া যায়। পেয়ে যাবেন বাংলায় লেখা আকর্ষণীয় লাইন ছাপা টিশার্ট। সারা ক্যাফের দেওয়াল জুড়ে রয়েছে বাংলার মুদ্রণ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা বিখ্যাত মানুষদের ছবি ও নানান অজানা তথ্য। থাকছে ভিতরে বসে একটু আড্ডা দিতে দিতে চা, কফি খাওয়ার ব্যবস্থাও।
বইপ্রেমী মারুফ হোসেন জানান, মানুষের ভালই সাড়া পাচ্ছেন তিনি। রবিবারে ও ছুটির দিনেও লোক আসছেন তাঁর ক্যাফেতে। বই কিনছেন, উৎসাহ নিয়ে জানছেন ক্যাফের থিম সম্পর্কে। এটাই তাঁর কাছে অনেক বড় পাওনা। তিনি আরও জানান, তাঁর এই বুক ক্যাফেতে অনেক ছোট ছোট অনুষ্ঠানও হয়ে থাকে।
রবিবারের দুপুরটা একটু অন্যরকম ভাবে কাটাতে চাইলে একদিন ঘুরতে ঘুরতে বইপাড়াতে গিয়ে কিছুটা সময় দিতেই পারেন অভিযান বুক ক্যাফেতে।
ভেটকি মাছে ঠাসা কচুরি! উত্তর কলকাতার কোথায় পাবেন দুরন্ত এই খাবারের খনি