শেষ আপডেট: 17 June 2025 15:14
এই মূহুর্তে শাড়ির যোগ্য জুড়িদার হয়ে উঠেছে ডিজাইনার ব্লাউজ। প্রত্যেকেই চান এমন ব্লাউজ যেটা শাড়িকে কমপ্লিমেন্ট করবে আবার বাজেটও বাড়বে না।
দ্য ওয়াল ব্যুরো: এই মূহুর্তে শাড়ির যোগ্য জুড়িদার হয়ে উঠেছে ডিজাইনার ব্লাউজ। প্রত্যেকেই চান এমন ব্লাউজ যেটা শাড়িকে কমপ্লিমেন্ট করবে আবার বাজেটও বাড়বে না। এইরকম ব্লাউজ শপের সন্ধান দিতেই দ্য ওয়ালের ঘরে-বাইরে টিম পৌঁছে গিয়েছিল উত্তর কলকাতার হাতিবাগানে। টাউন স্কুলের উল্টোদিকে 'সম্পদ' দোকানটিকে বাজেট ফ্রেন্ডলি ব্লাউজের খনি বলা যায়। ব্লাউজের ভ্যারাইটি দেখতে চোখ রাখুন পুরো ভিডিওতে।