Bengali Cuisine
শেষ আপডেট: 26th March 2025 19:56
দ্য ওয়াল ব্য়ুরো: বাংলা বিনোদনে আইকনিক জুটি উত্তম-সুচিত্রা। এই জুটির ব্লকবাস্টার ছবি সপ্তপদী'। সপ্তপদী নামেই শহরে চারটি রেস্তরাঁ খুলেছেন শেফ রঞ্জন বিশ্বাস। অথেনটিক বাঙালি পদের পাশাপাশি মেনুতে রয়েছে জমাটি টুইস্ট। চিতল ছদ্মবেশী, চিংড়ি সবার উপরে,কাতলা সাগরিকা -উত্তম সুচিত্রা জুটির হিট ছবির নামে সেই সব পদের নাম। আছে মুরগির চিঁড়েচ্যাপটা, ভেটকি চিংড়ির পপকর্ন, লিচু লঙ্কার পায়েসের মতো মজাদার খাবারও। নানারকম থালি, ব্যুফেও রয়েছে 'সপ্তপদী'র সব আউটলেটে। আরও জানতে দেখুন ভিডিও।