শেষ আপডেট: 19 June 2025 14:26
ইরান-ইজরায়েলের যুদ্ধের আঁচ বিশ্ব রাজনীতিতে। প্রতিদিনই চলছে মিসাইল হামলা। খড়দহের যুবক দিব্য মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে মধ্য ইজরায়েলের রেহবতে কৃষি নিয়ে গবেষণা করছেন।
দ্য ওয়াল ব্য়ুরো: ইরান-ইজরায়েলের যুদ্ধের আঁচ বিশ্ব রাজনীতিতে। প্রতিদিনই চলছে মিসাইল হামলা। খড়দহের যুবক দিব্য মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে মধ্য ইজরায়েলের রেহবতে কৃষি নিয়ে গবেষণা করছেন। তাই ছেলের জন্য উদ্বিগ্ন খড়দহের মুখোপাধ্যায় পরিবার। সকাল সন্ধেয় ফোনেই খোঁজ খবর নিচ্ছেন ছেলের। দিব্য অবশ্য নিরাপদে আছে বলেই আশ্বস্ত করছেন বাবা-মাকে।