শেষ আপডেট: 13 June 2025 14:56
শুধু শাল, স্টোল, ফিরন,জ্যাকেট নয়, কাশ্মীরি শাড়ির কালেকশনও দেখবার মতো। এই এপিসোডে থাকছে জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের শাড়ি যা না দেখলেই নয়।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাপণের 'পোশিস' জম্মু কাশ্মীর সরকার অনুমোদিত এমন একটা শোরুম যেখানে কাশ্মীরের অথেনটিক সমস্ত জিনিস পাওয়া যায়। শুধু শাল, স্টোল, ফিরন,জ্যাকেট নয়, কাশ্মীরি শাড়ির কালেকশনও দেখবার মতো। এই এপিসোডে থাকছে জম্মু কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের শাড়ি যা না দেখলেই নয়।