শেষ আপডেট: 19 June 2025 15:30
বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জে চলছে উপনির্বাচন। বুথে ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে।
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জে চলছে উপনির্বাচন। বুথে ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। ওই ভিডিওয় দেখা যায় ভোটদান শেষে বেরিয়ে মধ্যাঙ্গুলি দেখাচ্ছেন আশিস ঘোষ। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, মুখে জনসেবা ও গণতন্ত্রের কথা বললেও বিজেপির আসল চরিত্র বেরিয়ে এসেছে। যদিও বিজেপির প্রার্থীর দাবি তাঁকে ফাঁসানো হয়েছে।