শেষ আপডেট: 11 June 2025 14:35
দিঘা-পুরিতে শুরু হয়েছে জগন্নাথের স্নানযাত্রা। বুধবার রাজাপুরে জগন্নাথের স্নানযাত্রায় নামল ভক্তের ঢল। একইসঙ্গে বলরাম ও সুভদ্রা মহারানিকেও স্নানের জন্য নিয়ে যাওয়া হল।
দ্য ওয়াল ব্যুরো: দিঘা-পুরিতে শুরু হয়েছে জগন্নাথের স্নানযাত্রা। বুধবার রাজাপুরে জগন্নাথের স্নানযাত্রায় নামল ভক্তের ঢল। একইসঙ্গে বলরাম ও সুভদ্রা মহারানিকেও স্নানের জন্য নিয়ে যাওয়া হল।