শেষ আপডেট: 16 May 2025 20:07
বাংলা গদ্যের রূপকার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু ঈশ্বরচন্দ্রের এই অগাধ পাণ্ডিত্যের পিছনে ছিলেন আরেক যশস্বী পণ্ডিত।
দ্য ওয়াল ব্যুরো: বাংলা গদ্যের রূপকার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু ঈশ্বরচন্দ্রের এই অগাধ পাণ্ডিত্যের পিছনে ছিলেন আরেক যশস্বী পণ্ডিত। তাঁর নাম প্রেমচন্দ্র তর্কবাগীশ। বাংলার সেই মনীষীর ভিটেজমি আজ সংস্কারের অভাবে সাপ খোপের আস্তানা হয়ে উঠেছে। এভাবেই হারিয়ে যেতে বলে বাংলা সাহিত্যের ইতিহাসের এক গৌরব উজ্জ্বল ইতিহাস।