India-Bangladesh Border
জিরো পয়েন্ট দেখার হুজুগ
শেষ আপডেট: 13th December 2024 19:27
দ্য ওয়াল ব্য়ুরো: বাংলাদেশ অশান্ত হওয়ার পরেই নাকি পর্যটনের নয়া দিগন্ত খুলেছে এ দেশে। জলঙ্গি ব্লকের সীমান্ত লাগোয়া চর উদয়নগর, চরভদ্রা, চরপরাশপুর। শীতের মিঠে রোদ পিঠে নিয়ে এখন অনেকেই নাকি বেড়াতে আসছেন এই চর এলাকায়। সেই সুযোগে রুটিরুজিরও নতুন দিশা খুলেছে।