Howrah Pool Car Poet
তোতন রায়
শেষ আপডেট: 7th November 2024 19:52
দ্য ওয়াল ব্য়ুরো: ইনি হলেন তোতন রায়। পেশায় তিনি পুলকার চালক। সাঁকরাইলের বাড়ি থেকে রোজ সকালে এভাবেই গাড়ি নিয়ে বের হন তোতন। পড়ুয়াদের গাড়ি করে পৌঁছে দেন স্কুলে। খুবই ছাপোষা, সাধারণ তোতনবাবুর একটি বিশেষ গুণ রয়েছে। শান্ত-ধীরস্থির তোতন কবিতা লেখেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি কবিতার বই ছাপিয়ে ফেলেছেন। সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল "শ্রদ্ধাঞ্জলি" বইটি।