Howrah
রেল স্টেশন
শেষ আপডেট: 10th February 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পূর্ব রেলের দক্ষিণবাড়ি রেল স্টেশন। ডোমজুড় ব্লকের ঝালুয়ারবের পার হয়ে বড়গাছিয়ার আগেই আসে এই স্টেশন। আস্ত একটি স্টেশন, কিন্তু সেই স্টেশনে ঢোকার কোনও রাস্তা নেই। জন-বসতি থেকে প্রায় ৭-৮ ফুট চড়াই পেরিয়ে রেল লাইন ধরে হেঁটেই ঢুকতে হয় এই স্টেশনে। হাওড়া-আমতা লাইনের লোকাল ট্রেন মাঝে মাঝে এসে দাঁড়ায়। বড়জোর একজন কি দুজন ওঠেন কি নামেন।