শেষ আপডেট: 13 June 2025 14:45
স্বাস্থ্য পরিষেবা পেতে এই হাসপাতালের ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। পরিষেবার নিয়ে তাঁরা সন্তুষ্টই ছিলেন।
দ্য ওয়াল ব্যুরো: এক সময়ে এই জায়গায় ছিল জমিদারের বাগানবাড়ি। আন্দুলের প্রভাবশালী জমিদার কমলকৃষ্ণ কুণ্ড চৌধুরী। এটি তাঁরই বাগান বাগানবাড়ি ছিল। এলাকায় কোনও হাসপাতাল না থাকায় সাধারণ মানুষের স্বার্থে নিজের বাগান বাড়িতেই স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেন কমলকৃষ্ণ। নিজের নামের জন্য স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার নাম মিলিয়ে হাসপাতালের নাম রাখেন লক্ষ্মীকমল হাসপাতাল। স্বাস্থ্য পরিষেবা পেতে এই হাসপাতালের ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। পরিষেবার নিয়ে তাঁরা সন্তুষ্টই ছিলেন।