শেষ আপডেট: 20 May 2025 20:59
ঘর সাজানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রয়েছে আলোর। ইনডোর লাইট ও ল্যাম্পশেড যে কত ধরনের হতে পারে তা ভবানীপুরের মার্লিন হোমল্যান্ড মলে না গেলে জানা যেত না।
দ্য ওয়াল ব্যুরো: ঘর সাজানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা রয়েছে আলোর। ইনডোর লাইট ও ল্যাম্পশেড যে কত ধরনের হতে পারে তা ভবানীপুরের মার্লিন হোমল্যান্ড মলে না গেলে জানা যেত না। হোমল্যান্ড মলের 'ইউরো লাইটস' স্টোরে পৌঁছে গেছিল দ্য ওয়ালের ঘরে বাইরে টিম। ইরান, তুরস্ক, মরক্কো ,ভারত- দেশ বিদেশের ইনডোর ল্যাম্পশেডের ভিন্টেজ কালেকশন দেখুন এই ভিডিওতে।