Holi 2025
শেষ আপডেট: 12th March 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ব্যস্ততা। নিজেদের জীবনে হারানো রং ফিরিয়ে আনার ব্যস্ততা। দোল (Holi) আসছে যে। বাজারজাত আবির নয় , নিজেদের হাতে তৈরি আবির দিয়েই বসন্ত উৎসবে (Basant Utsav) মেতে উঠবেন নিরাশ্রয়ের আবাসিকরা। তারজন্য পলাশ ফুল,লেবু পাতা,নিম পাতা, পালং শাক দিয়ে তাঁরা তৈরি করছেন ভেষজ আবির (Herbal Color)।