শেষ আপডেট: 23 May 2025 20:27
বেলডাঙ্গার মাটিতে হিমাচলের আপেল ফলিয়ে তাক লাগালেন শিক্ষক রূপেশ দাস। চলতি বছরে তাঁর আপেল গাছে একেবারে নজিরবিহীন ফলন।
দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙ্গার মাটিতে হিমাচলের আপেল ফলিয়ে তাক লাগালেন শিক্ষক রূপেশ দাস। চলতি বছরে তাঁর আপেল গাছে একেবারে নজিরবিহীন ফলন। বছর চারেক আগে হিমাচল প্রদেশ থেকে অনলাইনে কিছু আপেল গাছ সংগ্রহ করেছিলেন তিনি। গাছের বয়স যখন মাত্র দু'বছর, তখনই দেখা দিয়েছিল প্রথম ফলন। তবে এ বছর তাঁর বাগানে হয়েছে বাম্পার ফলন, গাছে গাছে থোকা থোকা লালচে সবুজ আপেল দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা।