Latest News

হাতে হেঁটে, দড়িতে ঝুলে, বক্সার প্রত্যন্ত গ্রামে পৌঁছলেন স্বাস্থ্যকর্মীরা! দেখুন সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: হাতে হেঁটে বক্সা (Buxa) পাহাড়ের চূড়ায় অবস্থিত আদমা গ্রামে পৌঁছলেন স্বাস্থ্যকর্মীরা (Health workers)! কখন‌ও আবার দড়ি ধরে ঝুলে পেরোলেন পাহাড়ি খরস্রোতা নদী। এই দৃশ্য এখন ভাইরাল (Video)।

বর্ষার সময় পাহাড়ি নদীগুলো বহু তেজে বলীয়ান হয়ে ওঠে। সেই সময় এই নদী পেরোনো একপ্রকার অসম্ভব। কিন্তু ‘ফ্যামিলি প্ল্যানিং এসোসিয়েশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার স্বাস্থ্যকর্মীরা প্রত্যন্ত আদমা গ্রামের বাসিন্দাদের চিকিৎসার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে পেরোলেন খরস্রোতা পাহাড়ি নদী। এই মুহূর্তে বক্সা পাহাড় সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে ধস নামছে। এর‌ই মধ্যে ওই স্বাস্থ্যকর্মীরা ধস-বিধ্বস্ত পাহাড়ি পাকদণ্ডী বেয়ে পৌঁছে গেলেন পাহাড়ি গ্রামটিতে।

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর! হরিদেবপুরে শোকের ছায়া, উস্কে গেল দমদমের স্মৃতি

You might also like