Doctor
বিনা পয়সায় রোগী দেখেন এই ডাক্তারবাবু
শেষ আপডেট: 5th March 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: রবিবার হলেই ভিড়ে থিক থিক করে ডিসপেনসারি। তার মধ্যে এক মনে রোগী দেখে যান ডাক্তারবাবু। গত ২০ বছর ধরে ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল বগুলার মানুষকে এভাবেই বিনা পয়সাই চিকিৎসা পরিষেবা (Free Medical Support) দিয়ে চলেছেন। আর তাই এলাকায় তাঁকে মানুষ বিনা পয়সার ডাক্তার (Doctor) বলেই চেনেন।