শেষ আপডেট: 15 May 2025 20:28
এবার সেলেব স্টাইলে আমাদের অতিথি সেই মেয়েটি যার হাতের মুদ্রায় ,চোখের এক্সপ্রেশনে, ঘুঙুরের ছন্দে আমরা মুগ্ধ হই।
দ্য ওয়াল ব্যুরো: এবার সেলেব স্টাইলে আমাদের অতিথি সেই মেয়েটি যার হাতের মুদ্রায় ,চোখের এক্সপ্রেশনে, ঘুঙুরের ছন্দে আমরা মুগ্ধ হই। তিনি ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর আর একটা পরিচয়ও আছে,তিনি স্বনামধন্য ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বউ। সৌরভের ডায়েট থেকে সানার রান্না ,নাচের আগামী প্রোডাকশন থেকে পছন্দের শাড়ি, প্রেম থেকে বিয়ে-সব কিছু নিয়ে খোশগল্পে মাতলেন ডোনা। জমে উঠল দ্য ওয়ালের সেলেব স্টাইল।।উপভোগ করুন এই ভিডিও।