শেষ আপডেট: 5 July 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি কি তৃণমূলে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিককরবে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি।"