শেষ আপডেট: 5 July 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথদেবের মাসির বাড়িতে এখন উৎসবের আবহ। বছরের অন্য সময় নিরালায় থাকলেও রথে প্রভু জগন্নাথ আসার পরেই উৎসবের আলো জ্বলে ওঠে মাসির বাড়িতে। সেই নিয়মের ব্যতিক্রম হল না দিঘাতেও। দিনে তিনবার ভোগ, বিশেষ রাজভোগ, আর তার সাথেই জগন্নাথদেবের অন্যতম প্রিয় খুদের পিঠে নিবেদন করা হচ্ছে। সকাল থেকে শুরু হচ্ছে নানা আচার-অনুষ্ঠান। সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে যাচ্ছে মন্দিরের কাঁসর-ঘণ্টার ধ্বনি।