Designer Blouse
ডিজাইনার ব্লাউজ
শেষ আপডেট: 16th July 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বেহালা এসি মার্কেটে ঢুকে সোজা এগিয়ে গেলে নীচের ফ্লোরেই দেখতে পাবেন এই শপ। নাম সুপ্রিয়া'জ বুটিক। রোজ পরার মতো স্টাইলিশ আজরক কটন ব্লাউজ থেকে এমব্রয়ডারি করা ব্লাউজ, ঢাকাই ব্লাউজ থেকে এক্সক্লুসিভ ডিজাইনার ব্লাউজ সব পেয়ে যাবেন একদম রিজিনেবল দামে। কত দাম, কালেকশন কেমন জানতে দ্য ওয়ালের ঘরে বাইরে টিম পৌঁছে গেছিল সুপ্রিয়া'জ বুটিকে।