শেষ আপডেট: 17 June 2025 15:32
সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পরিশোধ করতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার (Nabanna taking a huge loan to pay DA?)
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ পরিশোধ করতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার (Nabanna taking a huge loan to pay DA?)। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর মার্কেট বরোয়িং (Market Borrowing)-এর জন্য প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি এখন সরকারি ভাবে ঘোষণা না হলেও, নবান্ন ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করছে, এই ঋণের উদ্দেশ্য একটাই—সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো।