শেষ আপডেট: 5 July 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: হাতছাড়া হয়ে যাওয়া পার্টি অফিস আবার দখল করল সিপিএম। তৃণমূলের পতাকা সরিয়ে উড়ল লাল পতাকা। এই ঘটনায় শোরগোল পড়ল ডোমকলের ১৬ নম্বর ওয়ার্ডে। একদা তৃণমূল কর্মীরা অভিযোগ করেন ঘর দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তুলেছেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের আত্মীয় জাহাঙ্গীর মণ্ডল। টাকা দিয়েও ঘর পায়নি একাধিক পরিবার। রাগে ক্ষোভে প্রায় ৫০ টি পরিবার এদিন তৃণমূল ত্যাগ করে সিপিএমএ যোগদান করেন। যোগদানের পরপরই তৃণমূলের কার্যালয় দখল করে সিপিআইএম।