Coochbehar
শেষ আপডেট: 29th January 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: বয়স সত্তর পাড় করেছেন। তবু ধূপকাঠি, চানাচুর ও পাঁপড়ের থলে হাতে রোজ সকালে বেরিয়ে পড়েন ফেরি করতে। উদ্দেশ একটাই ২০০, ৫০০, ১০০০ যাই রোজগার হোক না কেন, সেটা দিয়ে দুঃস্থদের প্রয়োজন মতো ওষুধ কিনে দেবেন।